ডিমলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

5
উপজেলা প্রশাসন আয়োজনে ৮ নং ঝুনাগাছ চাপানী ইউপি সচিব বাবু সুবাস চন্দ্র রায় এর সার্বিক তত্ত্বাবধানে ২০২১-২২ ইং অর্থ বছরে দুস্থ ও অসহায় শীতার্ত জনগণের মাঝে কম্বল বিতরণ করা হয়।
৩ জানুয়ারি সকাল ১১ টায় অত্র ইউনিয়ন পরিষদ মাঠে ৪৭০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ কম্বল বিতরণ  করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হুসাইন,সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদিন, পুরুষ ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, প্রক্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ইউপি সচিব সুবাস চন্দ্র রায়  সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
 উক্ত কম্বল বিতরণের পূর্বে নির্বাহী অফিসার উপকারভোগীদের উদ্দেশ্য বলেন শীতের প্রকোপে বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষ জরাজীর্ণ হয়ে পড়ে। তাই সরকারী অনুদানের পাশাপাশি সমাজের বিত্ববান,সেবাদানকারী প্রতিষ্ঠান সহ দানবীয় ব্যক্তিদের কে এগিয়ে আসার প্রতি আহবান জানান তিনি। এছারাও তিনি আগুন তাপানোর সময় সর্তকতা অবলম্বন করার কথা বলেন।