বেনাপুল এক্সপ্রেসে আগুন ৬ জন আটক
বেনাপোল এক্সপ্রেসে আগুন: বিএনপি নেতাসহ আটক ৬
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগে চারজনের মৃত্যুর ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে গ্রেপ্তার হওয়া বাকিদের পরিচয় জানা যায়নি।
শনিবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় নবীউল্লাহসহ আরও পাঁচজন প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
জিজ্ঞাসাবাদ শেষে ব্রিফিংয়ে ডিবি প্রধান বলেন, ‘অগ্নিসংযোগের আগে বিএনপির ১০-১১ জন নেতা-কর্মী ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন। সেখানে তারা সবাই হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন।’
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঢাকাগামী ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে গেছে।
এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের (ডিআরএম) নির্দেশে এ ঘটনার কারণ চিহ্নিত করে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।