রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে জেলা পুলিশের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ লাইন্স ড্রীল শেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন।
এসময় প্রধান অতিথি ডিআইজি আব্দুল বাতেন জানান, পুলিশের পেশাগত কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় আনন্দময় করতে ও গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
উক্ত পিঠা উৎসব অনুষ্ঠানে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জয়দেব কুমার ভদ্র ও অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস) টি এম মোজাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতেখায়ের আলম সহ রাজশাহী রেঞ্জের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ ও জেলা পুলিশের অফিসার-ফোর্স ও সিভিল স্টাফগণ।