চসিক নির্বাচনে রেজাউল করিমের পক্ষে নির্বাচনী প্রচারনায় নাটক ও চলচ্চিত্র শিল্পীরা
মোঃ মহিউদ্দিন ফারুকী
চট্টগ্রাম রিপোর্টার
রবিবার ২৪শে জানুয়ারি বিকেল থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন
নাটক ও চলচ্চিত্র শিল্পীরা। এ সময় তারা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরীর নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান করেন।
নির্বাচনী প্রচার ও প্রচারণায় তারকাদের মধ্যে আছেন চিত্রনায়ক রিয়াজ, মীর সাব্বির ও চিত্রনায়িকা অপু বিশ্বাস, অরুনা বিশ্বাস, মাহিয়া মাহি, তানভীন সুইটি, তারিন, বিজয়ী বরকতউল্লাহ, রোকেয়া প্রাচী সহ আরো অনেকে।
নাটক চলচ্চিত্রের জনপ্রিয় শিল্পীরা চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়, কাজীর দেউড়ি, ইস্পাহানি লালখান বাজার, দুইনাম্বার গেট, অক্সিজেন মোড়, মুরাদপুর সহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তাদের প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করবেন।