শেরপুর সংবাদদাতাঃ৮৩১
শেরপুরে হিরোইনসহ লুৎফর রহমান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১৪ জামালপুর। ২২ জানুয়ারি শনিবার শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। লুৎফর রহমান শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামের দিল মাহমুদের ছেলে।
এবিষয়ে র্যাব-১৪, জামালপুর এক প্রেসব্রিফিং এ জানান গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ইলশা গ্রামের মেম্বার বাড়ী মোড়স্থ মা মনি মেডিকেল হলের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মো. লুৎফর রহমানকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩গ্রাম হেরোইন ও ১টি মোবাইল সেট পাওয়া যায় । উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৩০হাজার টাকা।গ্রেফতারকৃত লুৎফর রহমান
দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলা সদরসহ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল ।