রাণীশংকৈলে দিনব্যাপী পিঠা উৎসব স্টলে, স্টলে বাহারী স্বাদের পিঠাপুলি

11
হুমায়ুন কবির, আইডি নং ৭৩৩ রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ মুজিববর্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম বাংলার সুপরিচিত ও ঐতিহ্যবাহী পিঠা উৎসবের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এ দিন উপজেলা চত্বরে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ , প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার এবং ইউপি চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মিরা।
এবার পিঠা উৎসব অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা সমাজসেবা কার্যালয়, সামাজিক সংগঠন পরিবর্তন, বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলদানী সরঃ প্রাঃ বিদ্যালয়সহ মোট ১০ টি স্টল বসিয়ে বিভিন্ন রকমারি ও সুস্বাদু পিঠা তৈরী করে ক্রেতাদের কাছে বিক্রয় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ জানান, “অনেক লোকজন পিঠা উৎসবে আগ্রহ নিয়ে আসছে, আমার মনে হয় এ পিঠা উৎসব একদিন না হয়ে ৩ দিন হলে আরো ভালো হতো”। এদিকে পিঠার স্বাদ নিতে দলে দলে আসা লোকজনের পদচারণায় মুখোরিত হয়ে উঠে পিঠা মেলা।