দীঘিনালা প্রতিনিধিঃ খাগড়াছড়ির পার্বত্য জেলার ২৯৮ নং সংসদ সদস্য ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি) বলেছেন, আওঃলীগ সরকারের নেতৃত্বে সারা বাংলাদেশের ন্যায় পার্বত্য অঞ্চলেও উন্নয়নে ধারাবাহিক ভাবে উন্নয়নে দীঘিনালার রুপও পাল্টেছে।
আজ ৩’রা ফেব্রুয়ারী (বুধবার) সকালে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে এ সময় আরোও উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল ইসলাম (এসজিপি-পিএসসি) দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান, হাজী মোঃ কাশেম, আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসিফুর রহমান প্রমূখ।
মোঃ মহাসিন মিয়া -836
দীঘিনালা উপজেলা সংবাদদাতা,
মোবাইল -০১৫৩৩২৯৫৩৯৪