বোরো মৌসুমে চলছে ব্রি ধান ২৮ এবং ব্রি ধান ২৯ চাষ

32
বাসুদেব রাজ বংশী আইডি নংঃ ৯২৩ টাংগাইল প্রতিনিধি
টাংগাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নে চলছে বোরো মৌসুমের ধানের চাষ। এইখানে বোরো মৌসুমের 2টি জাতের ধানের চাষ বেশি করে থাকে। একটি হচ্ছে বোরো মৌসুমের আগাম জাত ব্রি ধান ২৮ এবং ব্রি ধান ২৯। এক কূষক জানান এবছর ধান রোপনের জন্যে শ্রমিকের মুজুরি স্বাভাবিক থাকায় তারা সাচ্ছন্দে ধান রোপণ করতে পারছেন।তিনি আরও বলেন তাদের প্রতি ১০ শতাংশ জায়গায় ধান রোপণের জন্য খরচ হয় প্রায় ৯০০-১১০০ টাকা।