ইউপি নির্বাচনে সদর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কৃষক লীগ নেতা উজ্জলের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল।

34
শেরপুর সংবাদদাতাঃ ৮৩১
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কৃষক লীগ নেতা উজ্জল আহমদের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৪ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪ টা এ মতবিনিময় সভা ও দোয়া মাহফিল স্থানীয় যুবলীগ কার্যালয়ে আয়োজন করা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি সাহাজ উদ্দিন সাজুর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় পরামর্শ মুলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক কৃষক লীগের সাধারণ সম্পাদক আঃ ওহাব মন্ডল, সাবেক যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ। উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক সুমনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম ,সদর ইউনিয়নের ৯ ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি- সাধারণ সম্পাদক সহ ৭ ইউনিয়নের কৃষক লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।বক্তাগন দলীয় হাইকমান্ডের কাছে দাবি করেন যেন জনবিচ্ছিন্ন কোন ব্যক্তিকে মনোনয়ন না দেয়া হয়। তৃনমুল পর্যায়ে খুজ খবর নিয়ে জনগন সম্পৃক্ত ব্যাক্তিকে মনোনয়ন দেন। উজ্জল আহমেদ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সুরিহারা গ্ৰামের মোঃ আশরাফ আলীর ছেলে। উজ্জ্বল ১৯৯৫ সালে উপজেলা ছাত্রলীগের একনিষ্ট কর্মী হিসেবে কাজ করেন। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উপজেলা কমিটিতে কাজ করেন। বর্তমানে ১৯১৮ সাল থেকে সদর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
4 জন লোক এবং লোকেরা বসে আছে-এর একটি ছবি হতে পারে