শিলাবৃষ্টি

41
জয় বিশ্বাস 905খালিয়াজুড়ি,, নেএকোনা
গত কাল রাতে শাল্লা থানার,, ধান জমিতে শিলাবৃষ্টি প্রায় ০১ হাজার একর জমির ফসল নস্ট হয়েছে।
শিলাবৃষ্টির কারণে এই এলাকার সকল কৃষক কান্নাকাটি করছে ফসল জমির উপরে। সবাই হাহাকার করছে। এই এলাকার বছরে ০১ বার  ফসল হয়। গত কাল রাতে এক টানা ২০ মিনিট শিলাবৃষ্টি হয়েছে। এই এলাকার সকল কৃষক এই জমির উপরে  নির্ভরশীল। শিলাবৃষ্টি যে রকম ভাবে ফসলি জমি নস্ট করছে তাতে এবার আর এই জমিতে ফসল উটবে না