চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থেকে পালানো আসামী পুনরায় গ্রেফতার নরসিংদী থেকে
মোঃ মহিউদ্দিন ফারুকী চট্টগ্রাম রিপোর্টার আইডি নং ৯১৮
গত ৬ ই মার্চ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে প্রায় ৬০ ফুট উঁচু চারতলা ভবন থেকে লাফ দেন আসামী ফরহাদ হোসেন রুবেল। এরপর ১০ ফুটের আরেকটি দেওয়াল টপকিয়ে চট্টগাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান খুনের মামলায় কারাবন্দি এ আসামী। তবে এতকিছুর পরও তার শেষ রক্ষা হলো না। জেল পালানোর চার দিনের মাথায় নরসিংদীর রায়পুর থানার আদিয়াবাদ শেরপুর কান্দাপাড়া চরাঞ্চল এলাকায় ফুফুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ বর্ণনা দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ। তবে এতো উঁচু থেকে লাফানোর পরও অনেকটা অক্ষত রুবেল চট্টগ্রাম রেল স্টেশনে যায়। পরে সকাল ১০ টার ট্রেনে নরসিংদীর রায়পুরায় তার ফুফুর বাসায় আত্মগোপন করে। তার হাত-পা কিছুই ভাঙ্গেনি। হয় নি বড় কোন অঙ্গহানি। তিনি আরো জানান, রুবেল একজন দূধর্ষ আসামি। গত ৬ মার্চ ভোর পৌনে ৫ টায় কারগারে চতুর্থ তলায় কর্ণফুলী (পানিশমেন্ট) ওয়ার্ড থেকে নেমে পাশ্ববর্তী নির্মানাধীন ভবনের চার তলায় উঠে। ওই ভবনের ছাদ থেকে সাড়ে ৫টার দিকে লাফ দিয়ে কারাগারের সীমানা প্রাচীরের বাইরে গিয়ে পড়ে। পলাশ কান্তি নাথ আরো জানান, আসামি রুবেল শারীরিকভাবে সক্ষম একজন ব্যক্তি। তার মনোবল প্রচুর স্ট্রং। চার তলা ভবন থেকে লাফিয়ে পড়ার পর সে নিজেই পায়ে হেঁটে চট্টগ্রাম রেল স্টেশনে যায়। বর্তমানে সে একটু অসুস্থ। প্রকৃত ঘটনা উদঘাটনে আমরা তার রিমান্ড চাইবো। রিমান্ড শেষে বিস্তারিত জানা যাবে।