হাবিবুর রহমান, আইডি নং-৯১২,কাশিয়ানী (গোপালগঞ্জ)প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন (আনু)র উদ্যোগে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে, রক্তঝরা মার্চ এর স্মরণে মাসব্যাপী আলোকসজ্জা ও বঙ্গবন্ধু তোরণ করা হয়েছে।
কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (আনু)র সৌজন্যে ও নেতৃত্বে, সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনেথেকে শুরু করে কাশিয়ানী বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার দু’পাশ দিয়ে মাসব্যাপী এই আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এবং উপজেলা ডাকবাংলা সামনে রক্তঝরা মার্চ এর স্মরণে একটি বঙ্গবন্ধু তোরণ করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন (আনু) বলেন, ৭ মার্চ জাতীয় ঐতিহাসিক’ দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, গোপালগঞ্জ ১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা মুহাম্মদ ফারুক খান (এমপি)র নির্দেশে মাসব্যাপী এ আলোকসজ্জা ও বঙ্গবন্ধুর তোরণ করা হয়েছে।