গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলাধীন কলেজ মোড়ে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন আরোজ আলী (রাজু) নামে এক যুবক
হাবিবুর রহমান, আইডি নং-৯১২
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ ১৭ মার্চ ২০২১ দুপুর ১৩:১৫ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে বাস স্টপেজ ঢাকা-খুলনাগামী ফালগুনী পরিবহনের চেকার জনাব মোহাম্মদ আরোজ আলী (রাজু) বাস থেকে নামতে গিয়ে চাকায়পৃষ্ঠ হয়ে ঘটনা স্থলে নিহত হয়।
এসময় এলাকা বাসির জানান প্রতিনিয়ত এই স্থানে বিভিন্ন ধরনের দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা।কিছুদিন আগে একই স্থানে গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সদস্য আল-আমীন সহ আরও দুই জন।এই ঘটনার জন্য মূল দায়ী করছেন গাড়ীর চালকদের অসচেতনতা ও হেলপার দের গাফলতিকে। এলাকা বাসিরা আরও জানান এই স্থানে বাসস্টপ,গোলচক্কর সহ স্পিড বেকার স্থাপন করলে এই ধরনের বিপদ থেকে ইনশাআল্লাহ সকলে রক্ষা পেতে পারে।এসময় উদ্ধার কাজে ঘটনা স্থানে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীও ফোর্স সহ মুকসুদপুর ফায়ার স্টেশনের সদস্য গণ ।