জেলা প্রর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃসামছু উদ্দিন লিটন,নোয়াখালী প্রতিনিধি, আইডি নং-৬৯৬
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা-এর পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালীর আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ২০২১-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
উক্ত কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করেছে বসুরহাট এ. এইচ. সি. সরকারি উচ্চ বিদ্যালয়, কোম্পানীগঞ্জ ;
২য় স্থান লাভ করেছে নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী ;
৩য় স্থান লাভ করেছে শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নোয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান।এসময় জেলা প্রশাসক মহোদয় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নোয়াখালী।