সেবামূলক প্রতিবেদন

215
এম এম কলিমুল্লাহ
আইডি নং ৯২৫
বাঁশখালী উপজেলা প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে অবস্থিত আয়েশা ছিদ্দিকা রাঃ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ২০১৮ সাল থেকে বেসরকারি হাসপাতাল হিসেবে স্বল্প মূল্যে উন্নতমানের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে অত্র এলাকার বাসিন্দাসহ পুরো উপজেলার সাধারণ মানুষের মাঝে। একাধারে প্রতিষ্ঠানটি হতদরিদ্র অসহায় মানুষের মাঝে নামে মাত্র ফি এর বিনিময়ে রাত দিন ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, মধ্যবিত্ত সহ এলিট শ্রেণির মানুষজনও সেবা পাচ্ছে। অনুসন্ধানে দেখা যায় স্বাস্থ্যসেবা দানে সকল প্রকার শ্রেণি পেশার মানুষের মাঝে হাসপাতালটি হয়ে উঠেছে অনন্য জনপ্রিয় এবং স্বাস্থ্যসেবা খাতে রাখছে অন্যরকম ভুমিকা। স্বাস্থ্যসেবা নিতে আসা কয়েকজন রুগীর সাথে কথা বলে দেখা যায় এই হাসপাতালটির সেবা অনেক ভালো, বিভিন্ন পেশার মানুষ প্রতিদিন নিয়মিত আসছে, সকলে সুন্দর মতো নিজেদের রুচিসম্মত সেবাও পাচ্ছে এবং বেসরকারি হাসপাতাল হিসেবে চিকিৎসা ব্যয়ও অনেকটাই সরকারি হাসপাতালের কাছাকাছি। ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে চালু আছে ২৪ ঘন্টা জরুরি বিভাগ, বহিঃভিবাগ, আন্তভিবাগ, প্যথলজি, এক্স-রে, ইসিজি ও আল্ট্রাসোনোগ্রাফী সহ সকল প্রকার ডায়াগনোসিস পরীক্ষা। হাসপাতালটিতে রয়েছে ৪ জন বিশেষজ্ঞ সহ ৮ জন এমবিবিএস ডাক্তার, আরো রয়েছে ভর্তি রুগীদের রক্ষণাবেক্ষণের জন্য ১২ জন সেবক সেবিকা, পরিচ্ছন্নতার জন্য আছে ৫ জন আয়া ও সার্বিক নিরাপত্তা এবং ব্যবস্থাপনার জন্য ৬ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত আছে।