জয় বিশ্বাস 905খালিয়াজুড়ি, নেএকোনা
খালিয়াজুড়ি উপজেলায় বাঘাটিয়া গ্রামে পানি থেকে বহু পুরনো একটা শিব গাছ উদ্দার করেন কিছু লোক। হিন্দু ধর্ম অনুযায়ী এই গাছটি একজন দেবতার গাছ, এই গাছটি প্রায় ২০০ বছরের পুরনো। এই এলাকার কিছু মানুষ মিলে এই গাছটি উদ্ধার করে। এই গাছটি দেখার জন্য প্রায় ০২ হাজার মানুষ এসেছে।
এই গাছটি প্রায় ১০০ ফুট পানির নিচ থেকে তন্ত্র মন্ত্র সাহায্য উদ্ধার করে। খালিয়াজুড়ি উপজেলায় প্রতি টি গ্রাম থেকে মানুষ এসেছে এই গাছ টি দেখার জন্য।