ঝিনাইগাতীতে শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত উপ- কমিটির শপথ গ্ৰহন
শেরপুর সংবাদদাতাঃ৮৩১
শেরপুরের ঝিনাইগাতী ৩২৭৭ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত উপ-কমিটি শপথ গ্ৰহন করেছেন।২৪ মার্চ বুধবার দুপুর ১২ টা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শপথ গ্ৰহন করার আয়োজন করা হয়। এ শপথ গ্ৰহন অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম এ ওয়ারেজ নাইম। জেলা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক আঃ হানিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক ইউনিয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও প্রধান নির্বাচন কমিশন ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক হুসেন আলী, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান,সহ- সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক নবী হুসেন প্রমুখ। বক্তারা সকলেই একত্রিত হয়ে কাজ করে সংগঠনের উত্তর উত্তর বৃদ্ধি কামনা করেন।