স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা

9
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন’ ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।’
শুক্রবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসান এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইবি রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজ রাকিব, কার্যনির্বাহী সদস্য সোহান সিদ্দিকী, তারিক সাইমুম, জিম আহমেদ, শাহরিয়ার কবির রিমন প্রমুখ।