নাহিদ হাসান লিটন আইডি নং ৯৬৫ ঠাকুরগাঁও
সারাদেশে কোভিড ১৯ এর ঝুঁকি, আক্রান্ত সংখ্যা ও মৃত্যুর বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপ কোভিড ১৯ মোকাবেলার আলোচনা সভা ব্যবস্থা করা হয়। তাই আমাদের ঠাকুরগাঁও জেলায় মাননীয় পুলিশ সুপারের নির্দেশে আলোচনা সভা অনুষ্ঠা হয়।অদ্য ০১-০৪-২০২১ খ্রিঃ তারিখ কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলার আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার(সদর), শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ এবং চেম্বার অব কমার্সের সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, ঈমাম সমিতির সভাপতি, বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি, ট্রাক-ট্যাংকলড়ি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি, ট্রাক-ট্যাংকলড়ি-পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি, অটো-পাগলু মালিক সমিতির সভাপতি, পূজা উদযাপন কমিটির সভাপতি, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি ও সেক্রেটারী।