বাসুদেব রাজ বংশী আইডি নংঃ ৯২৩ টাংগাইল
টাংগাইল জেলার বাসাইল থানার অন্তর্তগত ফুলকী ইউনিয়নের চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম (বাবুল) দুস্থ মানুষদের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরন করেন। এ ছাড়াও তিনি করোনা পরিস্থি মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ত বজায় রেখে চলা এবং আপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেন।