দুঃস্থ মানুষদের মাঝে মাস্ক বিতরন করলেন ইউপি চেয়ারম্যান

13
বাসুদেব রাজ বংশী আইডি নংঃ ৯২৩ টাংগাইল
টাংগাইল জেলার বাসাইল থানার অন্তর্তগত ফুলকী ইউনিয়নের চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম (বাবুল) দুস্থ মানুষদের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরন করেন। এ ছাড়াও তিনি করোনা পরিস্থি মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ত বজায় রেখে চলা এবং আপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেন।