খালিয়াজুড়ি উপজেলায় ফসলের জমি নস্ট

71
জয় বিশ্বাস905 খালিয়াজুড়ি, নেএকোনা
খালিয়াজুড়ি উপজেলায় হাজার হাজার ফসলের জমি নস্ট হয়েছে। ৪ এপ্রিল সন্ধ্যা ৭ টায় হটাৎ গরম একটা বাতাস এসেছিল। এর পরের দিন সকালে দেখা জায় সব ধান জমিত ফসল নস্ট হয়ে গেছে। আর সব ফসল সাদা হয়ে গেছে। এই সব জমির ফসল কাটা সম্ভব না। বিশেষ করে হাইব্রিড ধান গুলি বেশি নষ্ট হয়েছে৷ এই রকম ফসল নস্ট শুধু এই একায় এই না ভাটি অঞ্চলের সব জায়গায় এই এই রকম ফসল নস্ট হয়েছে। আর সকল কৃষকের অনেক বড় ক্ষতি হয়েছে। এসব এলাকায় বছরে ১ বার এই ফসল ফলায়।আর এই ফসল এই নস্ট হয়ে গেছে। সকল কৃষক ধান জমিতে পাসে বসে কান্নাকাটি করতাছে