বাসুদেব রাজ বংশী আইডি নংঃ৯২৩ রিপোর্টার টাংগাইল
১৩/০৪/২০২১ টাংগাইল জেলার ফুলকী ইউনিয়ন পরিষদে পাট অধিদপ্তর কতৃক ইউনিয়নের পাট চাষিদের মধ্যে ১কেজি প্রত্যায়িত পাট বীজ ও ১২ কেজি রাসায়নিক বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন উপজেলা সমবায় অফিসার, মোঃ সবুজ মিয়া উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা, জাহিদুল ইসলাম (বাবুল) অত্র ইউপি চেয়ারম্যান, অখিল চন্দ্র সরকার অত্র ইউপি সচিব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, এবং অত্র ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ।