ঝিনাইগাতি উপজেলার ৭ টি ইউনিয়নে এবার বোরোধান ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা

9
মোহাম্মদ আবু তালেব আইডিনং-৯৫২ ঝিনাইগাতি শেরপুর প্রতিনিধিঃশেরপুর জেলার সীমান্ত ঘেষা ঝিনাইগাতি উপজেলার ৭ টি ইউনিয়ন এবার বোরোধান ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।সরকারি নানা ধরনের সহযোগিতায় নলকূপ গভীর নলকূপসহ পাইপের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্হা পানির পর্যাপ্ত ব্যবস্হায় থাকায় ফসল ভালো। গরম আবহাওয়ার কারনে কিছু ফসল নষ্ট হয়েছে।সরকারি সহায়তায় পাহাড়ি অনেক পরিত্যক্ত ভুমি বোরো মৌসুমের আওতায় এসেছে।