টেকনাফে এসিএফ কর্তৃক স্বাস্থ্য কমপ্লেক্সকে করোনা সামগ্রী প্রদান
টেকনাফে আজ অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার এসিএফ’র পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কোভিড-১৯ প্রতিরোধের জন্য নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে। আজ বিকেল ২টায় সেগুলো পৌছে দেওয়া হয়। উক্ত নিরাপত্তা সামগ্রীসমূহ গ্রহন করেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল। এ সময় অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার এসিএফ’র পক্ষে উপস্থিত ছিলেন এসিএফ’র সিনিয়র অফিসার মো: হুমায়ুন কবির। নিরাপত্তা সামগ্রীসমূহের মধ্যে ছিল হাত জীবাণুনাশক, গ্লাবস ও মাস্ক। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কম্পেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার এসিএফকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও জানান, স্বাস্থ্য ও পু্ষ্টিক্ষেত্রে অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার এসিএফ যে অবদান রেখে যাচ্ছেন তা অনন্য। যার জন্যে আমি এসিএফ এ কর্মরত সকলকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি।