রাশিদুল ইসলাম রুপগঞ্জ প্রতিনিধি আইডি নংঃ ৯৬৮
কাঞ্চন পৌর ৯ নং ওর্য়াডের গরীব কৃষকের যখন টাকার অভাবে খেতের পাকা ধান তুলতে পারছিল না,তখন তারুণ্যের অহংকার “জনাব তারেক রহমান ” এর নির্দেশনায় আজ শনিবার ২৪ এপ্রিল রুপগঞ্জ উপজেলা নবগঠিত আহবায়ক সুলতান মাহামুদ এর নেতৃত্বে সদস্য সচিব মাসুদুর রহমান মাসুূদ, যুগ্ম আহবায়ক মারুফ মোল্লা এ, রুপগঞ্জ সদর ইউনিয়ন এর আরিফ হোসেন কাঞ্চন পৌর এলাকার ফয়সাল মিয়া সহ প্রায় ১০-১৫ জন নেতাকর্মী ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দেয়।