আইডি নংঃ ৯৯৬ মোঃ আরিফুল ইসলাম (করিমগঞ্জ, কিশোরগঞ্জ), প্রতিনিধি।
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় র্যাব -১৪ কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবাসহ মোঃ শাহজাহান (২৮)নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।সোমবার (২৬ এপ্রিল) বিকালে নিকলী উপজেলার কারপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব -১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান এই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
লে. কমান্ডার এম শোভন খান জানান, র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম গোপন খবরের ভিত্তিতে সোমবার (২৬ এপ্রিল) বিকেলের দিকে নিকলী উপজেলার কারপাশা এলাকায় অবিযান চালায়।
অভিযানে ২৯০ পিস ইয়াবাসহ মোঃ শাহজাহানকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায়।
এ-বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান জানান মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে অবিযান অব্যাহত থাকবে।