মার্চ২০২২ মাসের সামগ্রিক কর্মমুল্যায়নে জেলার শ্রেষ্ঠ থানা,রানীশংকৈল থানা,ঠাকুরগাঁও

58
নাহিদ হাসান লিটন আইডি নাম্বার ৯৬৫ ঠাকুরগাঁও প্রতিনিধি
মার্চ/২০২২ মাসের সামগ্রিক কর্মমুল্যায়নে জেলার শ্রেষ্ঠ থানা,রানীশংকৈল থানা,ঠাকুরগাঁও।
মার্চ/২০২২ মাসের সামগ্রিক কর্মমুল্যায়নে জেলার শ্রেষ্ঠ থানা, রানীশংকৈল থানা,ঠাকুরগাঁও, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল রানীশংকৈল থানা, ঠাকুরগাঁও, জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এরসাদ আলী,রানীশংকৈল থানা,ঠাকুরগাঁও কৃতিত্বের স্বীকৃতি প্রদান । ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার নিজ হাতে কৃতিত্বের স্বীকৃতি প্রদান করেন। অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল রানীশংকৈল থানা,তিনার সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, তিনি একজন মানব দরদী মানুষ। কোভিড চলাকালীন সময়ে তিনি নিজ উদ্যোগে অনেক অসহায় মানুষের পাসে ছিলেন এবং ভবিষ্যতে পাশে থাকবে এ মনোভাব পোষণ করেন।