শ্যামনগরে জরুরী মৎস্য খাদ্য ও কাঁকড়া খাঁচা সহায়তা প্রদান
আলসাদুর আরাফাত আইডি নং- 955 সাতক্ষীরা প্রতিনিধি
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, শ্যামনগর, সাতক্ষীরা এর আয়োজনে কমিউনিটি-বেসড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্থ চিংড়ি ও কাঁকড়া চাঁষীদের জরুরী মৎস্য খাদ্য ও কাঁকড়া খাঁচা সহায়তা প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার চারটি ইউনিয়ন (পদ্নপুকুর, গাবুরা, রমজাননগর, কাশিমাড়ী) এর পঁচাত্তর জন বাগদা চাষী কে একশত কেজি মৎস্য খাদ্য ও পরিবহন ব্যয় বাঁবদ এক হাজার নগদ টাকা এবং আম্পানে ক্ষতিগ্রস্থ বুড়িগোয়ালিনী ইউনিয়ন থেকে পঁচিশ জন কাঁকড়া চাষীকে একশত পিস করে কাঁকড়ার খাঁচা ও পরিবহন ব্যয় বাঁবদ এক হাজার নগদ টাকা প্রদান করা হয়। উক্ত জরুরী মৎস্য খাদ্য ও কাঁকড়া খাঁচা সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আতাউল হক দোলন, উপজেলা চেয়ারম্যান, জনাব মোঃ মশিউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা, সাতক্ষীরা, জনাব রাজকুমার বিশ্বাস, সহকারী পরিচালক, উপপরিচালকের দপ্তর, খুলনা বিভাগ, খুলনা, জনাব সমীর কুমার সরকার, প্রকল্প পরিচালক, কমিউনিটি-বেসড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, মৎস্য ভবন, ঢাকা এবং আরও উপস্থিত ছিলেন জনাব তুষার মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, শ্যামনগর, মোঃ মাছুদুর রহমান, ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, এফএও।