ঘর চোরের আগাতে ঘরমালিক গুরুতর আহত
জাবেদ ভোলা প্রতিনিধি, ঘর চোরের আগাতে ঘরমালিক গুরুতর আহত। ভোলা সদর রাজপুর ৫নং ওয়ার্ড সভাপতি আঃখালেক এর ছোট ভাই, শফি হাওলাদারের পুত্র সিঁধেল চোর মনির সিঁধ কাটার সময় বাহাদুরপুরে হাতেনাতে ধরা পরেন । এসময় তাকে ধরতে গেলে চোর মনির তার হাতে থাকা ধারালো অশ্র দিয়ে কুপিয়ে ঘরমালিকে গুরুতর আহত করেন।