জাবেদ ভোলা প্রতিনিধি, ৯- ৫-২০২১ ইং ভোলা সদর উপজেলা ৩নংপশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত,, ৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক দক্ষিণ এশিয়ার লৌহ মানব,, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা জীবন্ত কিংবদন্তী রাজনীতিবিদ,, ভোলা জেলার অভিভাবক ভোলা জেলার গর্ব সারা বাংলার অহংকার,, জাতীয় নেতা,, জননেতা জনাব আলহাজ তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের পক্ষ থেকে ও তার নির্দেশক্রমে,, তৃনমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে ঈদ বোনাস ঈদ উপহার বিতরণ করেন,,
ভোলা সদর পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগে এর সভাপতি জনাব আলহাজ্ব গিয়াসউদ্দিন আহমেদ চেয়ারম্যান পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদ।