পাইন্দং রক্ষাকালী মন্দির উন্নয়নে ৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন জননেতা আখতার উদ্দিন মাহমুদ পারভেজ

34
মুহাম্মদ নেজাম উদদীন ফটিকছড়ি চট্টগ্রাম.1060:-চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৬নং পাইন্দং ইউনিয়নে অবস্থিত,পাইন্দং রক্ষাকালী মন্দির উন্নয়নে ৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন জননেতা আখতার উদ্দিন মাহমুদ পারভেজ।
ইউপি চেয়ারম্যান একেএম ছরওয়ার হোসেন স্বপনের সুপারিশে চট্টগ্রাম জেলা পরিষদ থেকে দেয়া বরাদ্দপত্র সাংবাদিক আহমেদ এরশাদ খোকন এর মাধ্যমে ইউপি সদস্য গৌতম বড়ুয়া ও মন্দির কমিটির কাছে হস্তান্তর করা হয়।