জেলা প্রতিনিধি ৮৩১: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
২৬মে বৃহস্প্রতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশন বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের কারিগরী সহায়তায় এ বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম পলাশ । এ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ সচিব মোঃ মনির হোসেন নতুন অর্থবছরের বাজেট ঘোষনা করেন। নতুন বছরের আয় ব্যয় তুলে ধরে মোট ১ কোটি ৪২লাখ ৩১ হাজার ২’শত ৮ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করেন। এ বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দস সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্ট প্রকল্পের ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী সঞ্জিত কুমার দে, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুর ইসলাম, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলী, মহিলা ইউপি সদস্যা জেসমিন আক্তার, গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাল মিয়া, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, প্রমুখ। এ বাজেট সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপট্রাস প্রকল্প কর্মকর্তা ফাহমিদা খানম,প্রকল্প সহায়ক সোনিয়া আক্তার ইউপি সদস্য ছানোয়ার হোসেন,আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, রাজু আহম্মেদ, রবিউল ইসলাম, মামুন মিয়া, হেলাল উদ্দিন, কামরুজ্জামান শিপনসহ এলাকার নারী পুরুষ ও গন্যমান্যব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।