মোঃ আক্তারুজ্জামানঃ ৯৬৩
ভোলার লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়ন হইতে ২০০ পিছ ইয়াবা সহ মোঃনিরব নামের এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
আটক মাদক কারবারি মোঃনিরব(৩৫)লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ০৬নংওয়ার্ডের বাসিন্দা
বুধবার(১জুন)বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই নুর উদ্দিন ও এএসআই হাসান সহ সঙ্গীয় ফোর্স সহ লালমোহন থানার চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর লেঙ্গটিয়া গ্রামের পাকার মাথা এলাকা থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ নিরব কে গ্রেফতার করেন।
আটককৃত নিরব এর বিরুদ্ধে লালমোহন থানায় পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাকসুদুর রহমান মুরাদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স,এমন অভিযান চলমান আছে এবং থাকবে।
আসামির বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।