গাইবান্ধা রিপোর্টার(৯৭৮), গাইবান্ধা সমন্বিত পল্লী উন্নয়ন দূরীকরণ প্রকল্পের আইজিএ ভিত্তিক ১৫ দিন ব্যাপী ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠান বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আল- মারুফ উপজেলা নির্বাহী অফিসার, সুন্দরগঞ্জ,গাইবান্ধা। প্রধান অতিথি আইজিএ ভিত্তিক কাজের উপর গুরুত্বারোপ করেন। হাত কলমে শিক্ষা নিয়ে দারিদ্র্য বিমোচন, আত্মনির্ভরশীলতা অর্জন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্প টি সফলভাবে বাস্তবায়ন করতে হবে। দারিদ্র্য দূরীকরণ করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত মধ্যম আয়ের দেশ পরিণত করতে বিআরডিবি ভূমিকা পালন করতে হবে। সকলকে আইজিএ ভিত্তিক কর্মকাণ্ড জড়িত থেকে নিজের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। এছাড়াও তিনি বাল্য বিবাহ, যৌতুক ও মাদক বিষয়ে আলোকপাত করেন। পরে প্রধান অতিথি মহোদয় সুফলভোগীদের মাঝে ট্রেনিং ভাতা প্রদান করেন। এসময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব আবুল কালাম আজাদ, মোঃ সামিউল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার সহ অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ।