নাহিদ হাসান লিটন ঠাকুরগাঁও পতিনিধি আইডি ৯৬৫
আজকে আনুমানিক ২.৪০ টায় বীরগঞ্জ কবিরাজ হাটের একটু সামনে ঠাকুরগাঁও জেলার হরিপুর ইউএনও স্যার এর গাড়ির সাথে একটি সাদা রং প্রাইভেট গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ। খোজ নিয়ে জানা গেছে সাদা রং প্রাইভেট গাড়িটিতে সদ্যোজাত যমজ শিশু সন্তানসহ প্রসূতি মা হাসপাতাল থেকে বাসায় আসার সময় প্রাইভেট কার ও স্যারের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । সকল কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।।। আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন।। সবাই তাদের জন্য আল্লাহ কাছে দোআ করবেন, সবাইকে যেন সুস্থ রাখে।