সুমন রেয়াজী।আইডি ৪২০,ডোমার প্রতিনিধি :
নীলফামারীর ডোমার উপজেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে মাস্ক ছাড়াই চলাচল করছেন অধিকাংশ মানুষজন। আজকে উপজেলার বিভিন্ন পয়েন্টে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রচারনাকারী স্যানেটারি ইন্সপেক্টর আলামিন রহমান জানান আজকে ডোমার উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপুর্ন পয়েন্টে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনামূলক প্রচারনা চালানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রায়হান বারী জানান (২৩ জুন) বুধবার করোনা রিপোর্ট অনুযায়ী ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা উপজেলায় একদিনে সর্বোচ্চ। ডোমার
উপজেলায় এপর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ১৩৩ জন। যার মধ্যে রংপুর মেডিকেল কলেজ আইসোলেশন সেন্টারে ২ জন, নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ২ জন, হোম আইসোলেশনে ৬ জন রয়েছেন। এযাবৎ সুস্থ্য হয়েছেন ১১৯ জন ও মৃত্যুবরণ করেছেন ৩ জন।তিনি সকলকে বাইরে বের হলে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলেন।