নাহিদ হাসান লিটন,আইডি ৯৬৫(ঠাকুরগাঁও)
রানিশংকৈল এ করোনা ভাইরাস পতিরোধে স্বেচ্ছায় মাইকিং করা হচ্ছে।
ঠাকুরগাঁও জেলার রানিশংকৈল উপজেলায় মানবতার বন্ধন এর নিজ উদ্দেগে করোনা ভাইরাস পতিরোধে রানিশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় ৫ দিন ব্যাপী অটো চার্জার গাড়ি দিয়ে বিভিন্ন প্রকার সচেতনতা মূলক বাণী প্রচার করা হচ্ছে এবং আগামী তে আরো বিভিন্ন প্রকার সমাজ সেবা মুলক কাজ করা হবে বলে জানিয়েছেন উক্ত সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম।