একটি ব্রিজের দিকে তাকিয়ে হাজারো মানুষ

25
লোকমান হাকিম ( লিটন)
কুড়িগ্রাম প্রতিনিধি আইডি নং ১০০৮
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার
১৩ নং বল্লবভের খাস ইউনিয়নের সাধারণ মানুষের অনেক দিনের প্রত্যাশা একটি ব্রিজ।
এ এলাকায় প্রায় ৭টি গ্রামের সাড়ে সাত হাজার মানুষের বসবাস। যে গ্রামের সাথে রয়েছে ৩নং বামনডাঙ্গা ইউনিয়ন সহ নাগেশ্বরী উপজেলা একমাত্র যোগাযোগ ব্যবস্থা।
এ এলাকার মানুষ প্রতি নিয়োত এ পথে চলাচল করে থাকেন।
বিভিন্নভাবে বিভিন্ন জন প্রতিনিধিরা তাদের আশা দেখালেও আশার প্রতিফল দেননি কখনো।
যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হওয়ায় তারা শিক্ষা সংস্কৃতি সহ আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
তাই সাধারণ মানুষের দাবি ব্রিজ নির্মান করে তাঁদের শিক্ষা সংস্কৃতি সহ আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধায় অংশগ্রহনের পথ তৈরি করবেন এবং জন দূর্ভক কমবে বলে আশা ব্যক্ত করেন সাধারণ জনগন।