আইডি নংঃ ৯৯৬ মোঃ আরিফুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মিলন মিয়া (২২) ও ইবনে রুমান শিমুল (১৭) নামে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই তরুণ সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
বুধবার (১৪ জুলাই) উপজেলার দক্ষিণ রাবারকান্দি গ্রামে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যুর এই ঘটনাটি ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া দুই তরুণের মধ্যে মিলন মিয়া রংপুর মহানগরের আলমনগর কলোনীর মো. লিলু মিয়ার ছেলে এবং ইবনে রুমান শিমুল ২৭নং ওয়ার্ডের গুপ্তধন এলাকার জাহাঙ্গীর আলম সাব্বিরের ছেলে।
এছাড়া মিলন মিয়া বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী রাসেলের ভাতিজা এবং ইবনে রুমান শিমুল ওই শিক্ষকের ভাগিনা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইবনে রুমান শিমুল বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী রাসেলের রাবারকান্দি এলাকার ভাড়া বাসায় থেকে লেখাপড়া করে। সে ১০ম শ্রেণির ছাত্র।
অন্যদিকে মিলন মিয়া চাচা মোহাম্মদ আলী রাসেলের কাছে বেড়াতে আসে।
বুধবার (১৪ জুলাই) দুপুরের দিকে মামাতো-ফুফাতো দুই ভাই মিলন মিয়া ও ইবনে রুমান শিমুল দক্ষিণ রাবারকান্দির ইসলাম উদ্দিনের পুকুরে গোসল করতে যায়।
এ সময় তারা পুকুরের পানিতে ডুবে গেলে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসী।
উদ্ধারের পর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।