শেরপুর সংবাদদাতাঃ 831
শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নী ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট চিকিৎসক মরহুম ডাঃ হায়দার আলী চৌধুরী সাহেবের আজ ১৪/০৭/২০২১ ইং- ১৪ তম মৃত্যেু বার্ষিকী উপলক্ষে স্থানীয় এতিমখানা মাগরিব নামাজের পর দোয়ার আয়োজন করা হয়। ১৪/০৭/২০০৭ ইং তিনি মৃত্যেু বরন করেন। এলাকাসুত্রে জানা যায়- দীর্ঘ ৬০ বছর সেবাকালিন সময়ে এলাকাসহ দুর দরান্তে তার নাম যশ খ্যাতি ছরিয়ে পরে, সুনামের সাথে তিনি বিনা ভিজিটে রোগী দেখতেন, রোগীদের সাথে ছিলো তার আত্বীক সম্প্রীতি, এভাবেই চিকিৎসা সেবায় তার বর্ণাঢ্য জীবন পার করেন, সেই সাথে ৮০-৯০ দশকে তিনি সম্মানের সাথে নন্নী ইউনিয়নের আওয়ামীলীগ ও কৃষকলীগের সভাপতিত্ব করেন, তার ৬ ছেলে ৭ মেয়ের মধ্যে- জুলহাস চৌধুরী পলাশ ও বজলুর রাশেদ চৌধুরী চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় রাজনীতির সাথে সমপৃক্ত, ডাঃ বিল্লাল হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর ২নং নন্নী ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও নির্বাচিত জেলা পরিষদ সদস্য, মেয়ে রাশিদা চৌধুরী, বিশিষ্ট দানবীর, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সম্পাদিকা,জামাতা আঃ হামিদ মন্ডল পুলিশের এএসপি, এবং ছোট ছেলে ফিরোজ চৌধুরী স্থানীয় চিকিৎসা পেশায় নিয়োজিত বলে জানা যায়, মরহুমের আত্বীয় স্বজন সকলের নিকট দোয়া ও বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন।