করোনায় আক্রান্ত সঙ্গীতশিল্পী রবি চৌধুরী
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রবি চৌধুরী। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন- ‘করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারও ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে ইনশাআল্লাহ।’
তবে কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কিংবা বর্তমানে শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি এই সঙ্গীতশিল্পী। তার ঘনিষ্ঠজনরা বলেছেন, কোভিড পজিটিভ হওয়ার পর বাসাতেই ছিলেন রবি চৌধুরী।
শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আশঙ্কাজনক কিছু এখনও ঘটেনি।
প্রসঙ্গত, দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন রবি চৌধুরী। গান করেছেন সিনেমাতেও।
সর্বশেষ তার গাওয়া ‘জাতীয় বেয়াদব’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে। কণ্ঠ দেয়ার পাশাপাশি এ গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
কোরবানি ঈদ উপলক্ষেও নতুন গান প্রকাশ করার কথা জানিয়েছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে সেটা এখন আর হচ্ছে না।