০৩(তিন) মাস মেয়াদী ইংরেজি ভাষা শিক্ষণ কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে।
০৩(তিন) মাস মেয়াদী ইংরেজি ভাষা শিক্ষণ কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত ইংরেজি ভাষা শিক্ষা কোর্সের সেপ্টেম্বর/২০২৩খ্রি: – নভেম্বর/২০২৩খ্রি: সেশনে ২৫তম ব্যাচের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আগ্রহী প্রার্থীগণের নিকট হতে কেন্দ্রের নির্ধারিত ফরমে নিম্নবর্ণিত তথ্যাদি/শর্ত প্রতিপালন স্বাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ভর্তির শর্তাবলিঃ
১) ভর্তির যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান পাশ
২) বয়স ন্যূনতম: ১৮-৩৫ বছর
৩) শারীরিক যোগ্যতা: শারীরিক ফিট থাকতে হবে।
৪) আসন: ৩০ টি
৫) কোর্স ফি: ১০০০/- (এক হাজার টাকা)
৬) ক্লাসের সময়: সকাল ৯.০০ টা – ০৩.০০ টা (রবিবার থেকে বৃহস্পতিবার)
৭) কোর্সের মেয়াদ: ৩ মাস
৮) ফর্ম বিতরন ও জমা: ২৫/০৭/২০২৩ খ্রি: হতে ২৪/০৮/২০২৩ খ্রি:
৯) ভর্তি: ২৭/০৮/২০২৩ খ্রি: হতে ৩১/০৮/২০২৩ খ্রি:
১০) ক্লাস শুরু: ০৩/০৯/২০২৩ খ্রি:প্রয়োজনীয় কাগজপত্রঃ
ক) রঙ্গিন সত্যায়িত ছবি পাসপোর্ট সাইজ- ২ কপি
খ) NID / জন্ম সনদের সত্যায়িত ফটোকপি
ঘ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি।
যোগাযোগঃ কানিজ ফাতেমা (ইংরেজি প্রশিক্ষক), ০১৯৩৭৯১৯০৫৪