লোকমান হাকিম (লিটন) জেলা প্রতিনিধি কুড়িগ্রাম আইডি নং ১০০৮
গ্রামগঞ্জের মানুষ খবরাখর সহ বিনোদন, সাংস্কৃতিক, প্রতিভা সহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নানাবিধ ঐতিহাসিক বাস্তবতা তুলে ধরবে দেশব্যাপী। এমনটাই দাবি করেন 9tvবাংলার সাথে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারাগণ।
9tv বাংলার চেয়ারম্যান সুমন চৌধুরী জানান দেশে অনেক টিভি চ্যানেল আছে যারা প্রতিনিয়ত সাধারণত জনগণের কথা তুলে ধরছেন দেশব্যাপী। কিন্তু তুলে ধরার ভীড়ে হারিয়ে যাচ্ছে আরও অনেকে অজানা কথা। আমরা প্রত্যাশা করি সেই হারিয়ে যাওয়া নানা খবরাখবর গুলো তুলে ধরবো দেশব্যাপী। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রতিনিধিগণ তুলে ধরবে সাধারণত মানুষের মনের কথা এবং সেই সাথে আমারা বিনোদন, সাংস্কৃতিক ও খেলাধূলায় দর্শকদের মনোরঞ্জনে 9tv বাংলা হয়ে ওঠবে দেশব্যাপী দর্শকদের আস্থা ও বিনোদনের অনন্য এক টিভি চ্যানেল।
পরিশেষে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন 9tv বাংলার চেয়ারম্যান সুমন চৌধুরী