আজ রাজবাড়ী পাংশায় ফুটপথ দখলমুক্ত কারণে,পুলিশে ব্যপক অভিযান

34
শামিম বিশ্বাস, রাজবাড়ী আইডি নংঃ ১০১৫
আজ (৫ আগষ্ট) রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাংশা বাজার ফুটপথ দখলমুক্ত কারণে পাংশা মডেল থানা পুলিশের অভিযান। পাংশা সার্কেল এসপি সুমন কুমার শাহ্ ও পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে। এ অভিযান টিম পরিচালনায় নেতৃত্বদেয় এস আই জুয়েল! দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ীরা ফুটপথ ও সরকারি রাস্তা ব্যবহার করে ব্যবসা পরিচালনা করলে বাজারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে। এদেরকে বারবার বলা সত্ত্বেও এরা মানছিলোই না। তাই আজ পাংশা সার্কেল এসপি সুমন কুমার শাহ্ ও পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদুর রহমানের এর দিকনির্দেশনা অভিযান চালানো হয়েছে। এবং ব্যবসায়ীদের মালামাল সহ তাদের কে থানায় নিয়ে যাওয়া হয়।পরে তদের ফুটপথ দখল না করে ব্যবসা করার কথা বলে,বুঝিয়ে তাদের মালামাল সহ তাদের ছেড়ে দেয়া হয়। সে সময় একজন ব্যবসায়ীর সঙ্গে কথা হলে বিডি ইউনিয়ন নিউজ. কম কে জানায় ভাই আমরা গরিব আমরা দিন আনি দিন খাই। এখানে ব্যবসা করি সেটা দিয়ে সংসার চালাই। অসুস্থ মায়ের ঔষধ কিনি। বাচ্চা দের লেখাপড়ার যাবতীয় খরচও চালাই। আমরা এখানে ব্যবসা না করতে পারলে আমাদের সংসার চালানো অসম্ভব হয়ে যাবে। অসুস্থ মায়ের ঔষধ কিনতে পারবোনা। বাচ্চা দের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খাবো। তাহলে আমরা কি করবো। আমরা তো করো কছে হত পাতি না, ভিক্ষা করতে পারবোনা, চুরি করতে পারবোনা, আমরা চাই আমাদের ব্যবসা করার সুযোগ।