সুন্দরগঞ্জ উপজেলায় বালু উত্তোলনের অবৈধ ড্রেজার মেশিন জব্দ “

20
সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি(৯৭৮), তারিখ-০৭/০৮/২০২১ খ্রিঃ- গতকাল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের তিস্তা পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আল মারুফ এর নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযানকালে উক্ত মেশিনটি জব্দ করে এবং অন্যান্য সরঞ্জামাদি ধ্বংস করেন।
বালু উত্তোলনকারীদেরকে জরিমানা করেন।
জানা যায় অবৈধ বালু উত্তোলনকারীরা মাঝেমধ্যে নদী হতে বালু উত্তোলন করে আসিতেছিল।
বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ বসত বাড়ীর ক্ষতির সম্মুখীন হতে হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান উপজেলায় কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না।
যদি কেউ চোরাগোপ্তাভাবে বালু উত্তোলন করতে চেষ্টা করে, তাহলে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি অবৈধভাবে বালু উত্তোলন করলে সাথে সাথেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানোর অনুরোধ করেন।
এসময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।