রাণীশংকৈল থানার ওসি’র বিদায় ও নবাগত ওসি’র বরণ অনুষ্ঠান
হুমায়ুন কবির, আইডি নং ৭৩৩ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের বিদায় ও নবাগত ওফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবালের সংবর্ধনা উপলক্ষে ১১ আগস্ট মঙ্গলবার দুপুরে পৌরশহরের শান্তা কমিনিউটি সেন্টারে থানার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোসফেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম। আরো বক্তব্য দেন ওসি( তদন্ত)আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, এস আই মালেক ও বুলু মিয়া, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন ও কুসমত আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মাহবুব আলম ও জমিরুল ইসলাম আ’লীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার আহম্মদ হোসেন বিপ্লব,থানার পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।