সিনেমার পারিশ্রমিকে নাটকে অভিনয় করলেন মিশা

13

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর। দাপটের সঙ্গে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। প্রতিবছর সর্বাধিক সিনেমায় অভিনয় করেন তিনি।

তবে টেলিভিশন নাটক বা টেলিফিল্মে দেখা যায় না তাকে। যদিও একসময় নাটকে অভিনয় করেছেন। দীর্ঘদিন পর আবারো নাটকে অভিনয় করলেন এই অভিনেতা।

‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ শিরোনামে ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। এটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এতে ‘ইনসাফ ভাই’ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।

এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘এর আগেও নাটকে কাজ করেছি। অনেকদিন পরে আবার একটি ধারাবাহিকে কাজ করলাম। এর গল্প এতোটাই ভালো লেগেছে যে আর না করতে পারিনি। সিনেমায় যে পারিশ্রমিক নিয়ে থাকি এতেও তাই নিয়েছি।’

আগামী ১৯ আগস্ট থেকে সপ্তাহে বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এ ধারাবাহিকে আরো অভিনয় করেছেন—চম্পা, নাবিলা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, চাষী আলম, কাজল সুবর্ণসহ অনেকে।