তিন মাস আগে চুরি যাওয়া সাংবাদিকের মোবাইল উদ্ধার করল কটিয়াদী থানা পুলিশ

34
আইডি নংঃ ৯৯৬ মোঃ আরিফুল ইসলাম,কিশোরগঞ্জ প্রতিনিধি।।
তিন মাস আগে পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানী ঢাকার রাজাবাজার নিজ বাসা থেকে চুরি যাওয়া এন্ড্রয়েড সেট ফেরত পেয়েছেন আরটিভির এক সিনিয়র সাংবাদিক। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী মডেল থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন মাস পর মোবাইল ফোনটি চালু করার ৬ ঘন্টার মধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন মঙ্গলবার (১৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে আরটিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আ.ন.ম তানভীর হায়দার ভূঁঞার হাতে চুরি যাওয়া এন্ড্রয়েড সেটটি হস্তান্তর করেন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাত হোসেনকে মোবাইল চুরির বিষয়ে জানালে তিনি ভাট্রা হাওড় তদন্ত কেন্দ্রের এএসআই মো. মোজাম্মেল হককে চুরি যাওয়া এন্ড্রয়েড ফোনটি উদ্ধারের দায়িত্ব দেন।
এর পর এএসআই মোজাম্মেল তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কটিয়াদী উপজেলার শিমুয়া নোহাদীয়া এলাকার এক গৃহবধূর কাছ থেকে এই এন্ড্রয়েড ফোনটি উদ্ধার করেন। তবে ওই গৃহবধূ যার কাছ থেকে ফোন সেটটি ক্রয় করেছেন তাকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
এএসআই মো. মোজাম্মেল হক জানান, আরটিভির রিপোর্টার নাদিরা আক্তারের ঢাকার রাজাবাজারের বাসা থেকে ১৪ মে পবিত্র ঈদুল ফিতরের দিন ওই এন্ড্রয়েড সেটটি চুরি হয়। পরে মোবাইল ফোনটি দীর্ঘ সময় বন্ধ ছিল।
দুই দিন আগে মোবাইল ফোনটি চালু করলে কটিয়াদীর বনগ্রাম ইউনিয়নের শিমুয়া-নোহাদীয়া এলাকায় লোকেশন দেখালে কটিয়াদী মডেল থানার পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ৬ ঘন্টার মধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন।
হারিয়ে যাওয়া ফোনটি ৩ মাস পর ফিরে পেয়ে আবেগাপ্লুত নাদিরা আক্তার জানান, হারিয়ে যাওয়া ফোন সেটটি ফিরে পাওয়ার আশা তিনি ছেড়ে দিয়েছিলেন। পুলিশের আন্তরিকতার কারণে ফোন সেটটি ফিরে আবারো পেয়েছেন।
তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)এস এম শাহাদাত হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এখন অনেকটাই এগিয়ে। অপরাধীর চেয়ে পুলিশ এখন অনেক শক্তিশালী। কেউ অপরাধ করে ছাড় পাবে না।