পাংশায় জেলা প্রশাসকের মতবিনিময় ও খাদ্য বিতরন

15
-শামিম বিশ্বাস, রাজবাড়ীঃ-
আইডি নংঃ ১০১৫
রাজবাড়ীর পাংশায় জনপ্রতিনিধি, উপজেলা কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। বুধবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন- পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসনাত আল মতিন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে জেলা প্রশাসক অসহায়-দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে এবং উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ করে।