মা হলেন ‘গ্লি’খ্যাত অভিনেত্রী লিয়া মিশেল
মা হয়েছেন জনপ্রিয় মার্কিন টিভি অভিনেত্রী লিয়া মিশেল। গেল ২০ আগস্ট ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এই ‘গ্লি’খ্যাত তারকা। গত মে মাসেই মিশেল তার ইনস্টাগ্রামে জানান, তিনি মা হতে যাচ্ছেন। এই অভিনেত্রী-গায়িকা তার বেবি বাম্প ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘অত্যন্ত কৃতজ্ঞ’। তিনি ও তার স্বামী জ্যান্ডি রিচের প্রথম সন্তান এটি। তারা গত বছরে বিয়ে করেন। জনপ্রিয় টেলিভিশন কমেডি-ড্রামা ‘গ্লি’র জন্য সর্বাধিক জনপ্রিয়তা পান অভিনেত্রী লিয়া মিশেল। ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত ৬টি সিজনে প্রচারিত হয় টিভি সিরিজটি।